সাভারে করোনা পরীক্ষার ভুয়া প্রত্যায়নপত্র বিক্রির অভিযোগে বৃহস্পতিবার দুইজনকে আটক করা হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদার সই ও সিল নকল করে প্রত্যায়নপত্র তৈরি করতেন। চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সম্প্রতি একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিক কাজে যোগদানের জন্য করোনা নেগেটিভ প্রত্যায়নপত্র জমা দেয়। প্রতিষ্ঠানটি প্রত্যায়নপত্র যাচাই করতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে যোগাযোগ করলে বেরিয়ে আসে জালিয়াতির ঘটনা। করোনা পরীক্ষার তালিকাতেই নেই ওই দুই পোশাক শ্রমিকের নাম।
পরে জিজ্ঞাসবাদে জানা যায় ভুয়া প্রত্যায়নপত্র বিক্রেতা সাঈদ মিয়ার কাছ থেকে টাকার বিনিময়ে প্রত্যায়নপত্র কিনে কারখানায় জমা দেন তারা। এই ঘটনায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কৌশলে প্রতারক সাঈদকে হাসপাতালে ডেকে আনেন। এসময় সাইদ ও তার এক সহযোগীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় আটক ওই দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় প্রতারণা মামলা করেছে স্বাস্থ্য কমপ্লেক্স। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।
প্রতারক চক্রের অন্যতম হোতা আটক সাঈদ মিয়া প্রায় বছর খানেক আগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এ এমএলএসএস দায়িত্বে ছিল।
Leave a Reply