আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় এক দিনে সর্বোচ্চ ২৭৩ জনের মৃত্যু হয়েছে । আক্রান্ত হয়েছে রেকর্ড ৯ হাজার ৮৫১ জন। এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত বলে জানিয়েছে দেশটির সরকার।
এ নিয়ে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ৬ হাজার ৩শ ৪৮ জন।
এদিকে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার হার। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে ১ লাখ ৯ হাজার ৪শ ৬২ জন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার। তিনি কোয়ারেন্টিনে আছেন বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে নিষিদ্ধ-তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১০ বছর তাদেরকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না।
Leave a Reply