ইসলামিক স্টেট বা আইএসের তিনজন সিনিয়র কমান্ডারকে গ্রেফতারের কথা জানিয়েছে আফগানিস্তান।সোমবার রাজধানী কাবুল থেকে জিয়াউল হক ওরফে শেখ ওমর খোরাসানিকে আইএসের আরও দুই জ্যেষ্ঠ নেতাসহ আটক করা হয়েছে বলে দেশটির গোয়েন্দা বিভাগ জানিয়েছে। খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকার। আটক ওই তিনজন এশিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদী গোষ্ঠীর অভিযান পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে। আফগান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সম্প্রতি আটককৃত আইএস কর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে আফগান সুরক্ষা বাহিনী কাবুলের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করে এই তিনজনকে আটক করেন। গ্রেফতার অন্য দুই জনের মধ্যে একজন খোরাসানির মুখপাত্র সাহীব ও অন্যজন গোয়েন্দা প্রধান আবু আলি বলে জানানো হয়েছে। আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের প্রাধান্য থাকলেও ও দেশটির কিছু অংশে আইএসেরও সক্রিয়তা রয়েছে। এই জঙ্গি গোষ্ঠীটি কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী বোমা হামলাও চালিয়েছে।
Leave a Reply